বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

কুরআনি আমলের আশ্চর্য ঘটনা

আশরাফ আলী থানবী (রহঃ) আমলি কুরআন কিতাবে পবিত্র কুরআনের সুরা বাকারার আয়াতুল কুরছি সম্পর্কে একটি বর্ণনা করেন
এক জন মুসাফির চলতে চলতে একটি শহরে গিয়ে পৌছলেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিলো
সেই শহরের এমন জায়গায় গেলেন যেখানে একটি মুছাফির খানা ছিলো যেই ঘরটি অনেক পুরাতন হয়ে গিয়েছিলো লোকজন সেখানে না থাকায় অযত্নে সেই ঘরটি মানুষের থাকার অনুপযুক্ত হয়েছিলো, তাই কেউ সেই ঘরে থাকতোনা
দূর দেশের কোনো মুছাফির এলে গ্রামের লোকজন বলতো জনাব এখানে থাকবেননা, এই ঘরে থাকা বিপদের কারনও হতে পারে, এবং কেউ বলতো এই ঘরে দুষ্ট জিনের আসা যাওয়া আছে তাই সাবধান এই ঘরে থাকবেননা।
গ্রামের লোকজন এই নতুন মুছাফির দেখার পর বললো আপনি এই ঘরে থাকবেননা এখানে মোটেও জায়গা ভালো নয়, আপনি অন্য কোথাও থাকুন গিয়ে
মুছাফির লোকটি বললেনঃ অসুবিধা নেই আমি এই ঘরে থাকতে পারবো এই বলে তিনি মহান আল্লাহর নাম নিয়ে ঘরের মধ্যে পবেশ করলেন
মাগরিবের নামাজ ও দুয়া দরুদ আদায়ের পর সাথে যা ছিলো তা খাওয়া দাওয়া শেষ করলেন অতপর যখন এশারের নামাজের আজান হলো...বিস্তিরিত পরে লেখা হবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুরের মিনারে স্বাগতম !!
প্রিয় বন্ধুরা..! মন্তব্য করতে ভুলবেননা....